
বিল্লাল হোসাইন, জামালপুর প্রতিনিধি ::
জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে সারা দেশের ন্যায় জামালপুরে যথাযোগ্য মর্যাদায় পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩ পালিত হয়েছে।
বুধবার জামালপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনস্ মাঠে দিবসটি উপলক্ষে নানা আয়োজন করা হয়।
মঙ্গলবার (১ মার্চ) সকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ লাইনস মাঠে অস্থায়ী স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত থেকে পুস্পস্তবক অর্পণ করেন- পুলিশ সুপার নাছির উদ্দিন আহামেদ, পিবিআই পুলিশ সুপার এম.এম সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, জাকির হোসেন সুমন ও রাকিবুল হাসান রাসেলসহ থানা ও ট্রাফিক বিভাগের পুলিশ কর্মকর্তারা। পরে নিহত পুলিশ সদস্যদের স্মরণে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়।
এছাড়া পুলিশ সুপার নাছির উদ্দিন ওইসব পুলিশ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেন এবং ভবিষ্যতে তাদেরকে সরকারি নানা সুযোগ-সুবিধা দেয়ার প্রতিশ্রুতি দেন। পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা ছাড়াও জেলা গোয়েন্দা (ডিবি), সিআইডি, ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও প্রত্যেক থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ পরিবারের সদস্যদের সব ধরণের সহায়তা দেয়ার জন্য পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন।