আগামী জাতীয় নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে হতে পারে: জামায়াত

বাংলাদেশ চিত্র ডেস্ক

আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে আয়োজনের সম্ভাবনার কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং সহকারী সেক্রেটারি জেনারেল সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

আজ ২৩ জুন সোমবার ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলেন, ভোটারবিহীন একাধিক নির্বাচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশের স্থিতিশীলতা, গণতন্ত্র এবং মানুষের ভোটাধিকার রক্ষায় একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন জরুরি।

কানাডার রাষ্ট্রদূত জামায়াতের পক্ষ থেকে আগামী নির্বাচন ও রাজনৈতিক সংস্কার সংক্রান্ত অবস্থান জানতে চাইলে তিনি জানান, দলটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, পর্যবেক্ষকের অবাধ উপস্থিতি এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার সক্রিয় তত্ত্বাবধান চায়।

তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ করে কানাডার সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করে জামায়াত। আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির মতো মৌলিক কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য না হলে গণভোটের আয়োজন করা উচিত।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব, আর এতে সহায়ক ভূমিকা রাখতে পারে জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন সহযোগীরা।

Share This Article