
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দাপুটে জয় পেল বাংলাদেশ। আজ (শুক্রবার) টুর্নামেন্টের প্রথম ম্যাচে কিংস অ্যারেনায় শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা।
প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা। শেষ পর্যন্ত লঙ্কানদের ৯-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেছেন মোসাম্মৎ সাগরিকা। সাফ মিশনটা দারুণভাবেই শুরু করল আফিদা খন্দকারের দল।
বসুন্ধরার কিংস অ্যারেনায় এদিন ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত একক আধিপত্য ছিল বাংলাদেশের মেয়েদের। পুরো ম্যাচের চিত্রটা ছিল এমন যে, একের পর এক গোলে প্রতিপক্ষ শিবিরকে ধসিয়ে দিচ্ছে বাংলাদেশ। অথচ লাইভ সম্প্রচারে ধারাভাষ্যকাররা বলছেন, আজকের ম্যাচে মন খারাপ হতে পারে স্বর্না রানী মণ্ডলের। কারণ কী? সেটাও ব্যাখ্যা করলেন তারা। পুরো ম্যাচে লাইভ সম্প্রচারের ক্যামেরা খুব একটা খুঁজে পাচ্ছিল না বাংলাদেশের গোলরক্ষককে।
শিরোপা ধরে রাখার মিশন নিয়ে এবারের সাফ যাত্রা শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। আগামী ১৩ জুলাই তাদের প্রতিপক্ষ নেপাল।