মাইলস্টোন ট্র্যাজেডিতে শোক প্রকাশ করলেন সাকিব আল হাসান

বাংলাদেশ চিত্র ডেস্ক

রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় সারা দেশেই শোকের পরিবেশ বিরাজ করছে। এমন ঘটনায় দেশের ক্রীড়াঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে আবেগঘন বার্তাও দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। নিজের ভেরিফাইড পেজে আবেগঘন বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানও।

সোমবার (২১ দুপুরে) ভয়াবহ এই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। সেই মর্মান্তিক ঘটনা দেখে দেশের সব মানুষের মতো বিচলিত হয়েছেন ক্রীড়াঙ্গনের তারকারাও।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আবেগঘন বার্তা দিয়েছেন সাকিব আল হাসান। সাকিব লিখেছেন, ‘আজ মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে ভবিষ্যতের স্বপ্নরা গড়ে ওঠে, সেটাই আজ পরিণত হয়েছে শোকস্তব্ধ এক বেদনার স্থলে।’

‘এক নিমিষে ঝরে গেছে অনেক তরুণ প্রাণ, নিভে গেছে অগণিত স্বপ্ন। একজন বাবা হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে, এবং একজন মানুষ হিসেবে এই শোক, এই যন্ত্রণা আমি গভীরভাবে অনুভব করছি। প্রতিটি নিঃশেষিত পরিবারের কষ্ট আমার নিজের বলেই মনে হচ্ছে। আসুন, আমরা সবাই মিলে নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করি। এই কঠিন সময়ে আমরা যেন একে অন্যের পাশে দাঁড়াই।’

এর আগে তামিম ইকবাল তার ফেসবুকে পেজে লিখেছেন, ‘যা হয়েছে ও হচ্ছে, সবকিছুই প্রচণ্ড বেদনাদায়ক। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বিধ্বস্ত। আপাতত সংবাদকর্মীদের প্রতি অনুরোধ, বিশেষ করে টিভি ও ডিজিটাল মিডিয়ার কাছে অনুরোধ—আক্রান্ত বাচ্চাদের রক্তাক্ত ও আহত অবস্থার এসব ছবি-ভিডিও লাইভ দেখাবেন না। দেখালেও অন্তত ঝাপসা করে দেবেন, দয়া করে। ওরা আমাদের বাচ্চা। ওদের জন্য আমাদের সবটুকু প্রার্থনা।’

আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা লেখেন, ‘উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ও মাইলস্টোন স্কুল-কলেজে ঘটে যাওয়া ভয়াবহ এই দুর্ঘটনা আমাদের সকলকে গভীরভাবে নাড়া দিয়েছে। যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি গভীর শোক, সহানুভূতি জানানোর ভাষা নেই। আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করছি। এই কঠিন সময়ে আসুন আমরা সবাই একসঙ্গে প্রার্থনায় শামিল হই— হে আল্লাহ, সকলকে হেফাজতে রাখুন এবং এ ধরনের দুর্ঘটনা থেকে আমাদের রক্ষা করুন। আমিন।’

এদিকে রাজনৈতিক ইস্যুতে দীর্ঘদিন ধরেই দেশের বাইরে আছেন সাকিব আল হাসান। কবে নাগাদ দেশে আসবেন, তাও জানা নেই।

Share This Article