
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায় শুরু হয়েছে তৃতীয় ক্যালিগ্রাফি পেইন্টিং প্রদর্শনী। এম এম আর্ট ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার (৩ মার্চ) থেকে শুরু হওয়া প্রদর্শনী চলবে আগামী ৭ মার্চ পর্যন্ত।
আয়োজক সূত্রে জানা গেছে, একাডেমির জাতীয় চিত্রশালা ভবনে শুরু হওয়া এ প্রদর্শনীতে স্থান পেয়েছে দেড় শতাধিক শিল্পীর প্রায় আড়াইশো শিল্পকর্ম। প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এ সময় উপস্থিত ছিলেন এমএম আর্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শিল্পী মাহবুব মুর্শিদ।
আয়োজন নিয়ে শিল্পী মাহবুব মুর্শিদ বলেন, আমরা চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী শুরু করি ২০১৮ সাল থেকে। এখন যে অবস্থা দেখছেন, সেটা আমাদের পাঁচ বছরের চেষ্টার ফল। যাদের প্রশিক্ষণ দিয়েছি, মোটামুটি তাদের কাজ নিয়েই এই প্রদর্শনী।
প্রদর্শনীতে অংশ নেয়া তরুণ ক্যালিগ্রাফার সাজু তাওহীদ বলেন, এ ধরনের আয়োজন মূলত নবীন এবং প্রবীণদের মিলনমেলা। এর মাধ্যমে আমরা একে অপরের শিল্পভাবনা সম্পর্কে জানতে পারি এবং নতুন অনেক কিছু শিখতে পারি। এবারের প্রদর্শনীতে আমি যে ক্যালিগ্রাফি নিয়ে অংশগ্রহণ করেছি সেটি এবারের আসরের সবচেয়ে বড় ক্যালিগ্রাফি। এটি ইতোমধ্যে পুরস্কারপ্রাপ্ত।