পাকিস্তানকে হোয়াইটওয়াশে চোখ জাকেরের

বাংলাদেশ চিত্র ডেস্ক

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুইটিতে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২২ জুলাই) পাকিস্তানকে হারিয়েছে টাইগাররা। দ্বিতীয় টি-টোয়েন্টির ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন বাংলাদেশের ব্যাটসম্যান জাকের আলী। সংবাদ সম্মেলনে জাকের জানালেন, তার ইচ্ছা এখন পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা।

লো স্কোরিং ম্যাচে প্রথমে ব্যাট করে ১৩৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। তবে এমন ম্যাচেও ৪৮ বলে ৫৫ রানের ইনিংস খেলেন জাকের আলী। তার ব্যাটেই মূলত লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তানকে তৃতীয় টি-টোয়েন্টিতেও হারিয়ে হোয়াইটওয়াশ করার ইচ্ছার কথা জানালেন জাকের আলী। তিনি বলেন, ‘লাইটলি নিব না। আমরাও জেতার জন্য যাব। ম্যাচ জেতা জেতাই। ওরাও খুব ভালো ফাইট করেছে। টানা ৪ ম্যাচ জেতা। অবশ্যই লক্ষ্য থাকবে শেষ ম্যাচ জেতা। (হোয়াইটওয়াশ করার লক্ষ্য আছে কিনা) হ্যাঁ, হোয়াইটওয়াশ করাই লক্ষ্য। প্রসেস ধরে আগাতে চাচ্ছি।’

তিনি আরও বলেছেন, ‘বোলাররা খুব ভালো ক্লিয়ার মাইন্ড। প্ল্যান নিয়ে ক্লিয়ার মাইন্ড। কোচের সঙ্গে ভালো কথা হচ্ছে। বাহির থেকে প্ল্যানগুলো করে আসছে। সেগুলো কাজে আসছে।’

নিজের ব্যাটিং নিয়ে জাকের বলেছেন, ‘আমি যেভাবে প্র্যাকটিস করি সেভাবেই করেছি। কিছু সেটাপ চেঞ্জ করেছি। ম্যাচ উইনিং নক জরুরি। আমি ম্যাচ উইনিং নকগুলোই কাউন্ট করি। ভালো খেলি যদি দল না জিতে কাউন্ট করি না। আমি আগে থেকেই জানতাম (আজকে) আগে (ব্যাটিংয়ে) যাব। জাস্ট মেন্টালি সেভাবে রেডি ছিলাম। ওয়েস্ট ইন্ডিজেও ৫ নাম্বারে খেলেছি।’

The post পাকিস্তানকে হোয়াইটওয়াশে চোখ জাকেরের first appeared on Latest BD News Bangladesh Breaking News.

Share This Article