রিটায়ার্ড আউট হয়ে রেকর্ডবুকে রস্টন চেজ

বাংলাদেশ চিত্র ডেস্ক

রিটায়ার্ড আউট হয়ে রেকর্ডবুকে রস্টন চেজ

স্পোর্টস ডেস্ক:


  • আপডেট সময়
    সোমবার, ৪ আগস্ট, ২০২৫


আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে (আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে) প্রথম ব্যাটার হিসেবে রিটায়ার্ড আউট হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের রস্টন চেজ। বাংলাদেশ সময় আজ সোমবার সকালে লডারহিলে পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটিংয়ের সময় চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সব মিলিয়ে মাত্র দ্বিতীয়বার কোনো ব্যাটার রিটায়ার্ড আউট হলেন। প্রথমবার এই ধরনের ঘটনা ঘটেছে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। নর্থ সাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে ১৬ বলে ১৮ রান করে চোটের কারণে মাঠ ছেড়েছিলেন নামিবিয়ার ব্যাটার নিকোলাস ডাবিন।
নামিবিয়া যেহেতু আইসিসির সহযোগী সদস্য দেশ, তাই আইসিসির পূর্ণ সদস্য দেশের ক্রিকেটার হিসেবে রস্টন চেজেই প্রথম রিটায়ার্ড আউট হলেন।
মজার বিষয় হলো- এর আগেও একবার রিটায়ার্ড আউট হয়েছিলেন চেজ। সেই ঘটনাটি ঘটেছে গত বছর আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইএলটি২০ তে। এমআই এমিরেটসের বিপক্ষে আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে ব্যাট করছিলেন এই ক্যারিবীয় ব্যাটার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Share This Article