পরিবার উন্নয়ন সংস্থা ( FDA) এর আয়োজনে মাঠ দিবস ২০২৩ অনুষ্ঠিত

বাংলাদেশ চিত্র ডেস্ক

মো: মনিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন ( পিকেএসএফ) এর কারিগরি সহযোগিতা ও অর্থায়নে পরিবার উন্নয়ন সংস্থা ( FDA) কর্তৃক বাস্তবায়িত ইকোলজি বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ- প্রকল্পের আওতায় ভোলা জেলার লালমোহন উপজেলার ফুলবাগিচা গ্রামে বানিজ্যিকভাবে কেঁচো সার উৎপাদন বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি আজ (৭ মার্চ) সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। এতে প্রায় শতাধিক কৃষক কৃষাণী অংশগ্রহন করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যাম সুন্দর দেবনাথ, ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর, ( FDA), শংকর চন্দ্র দেবনাথ, সিনিয়ার প্রোগ্রাম সমন্বয়কারী, (FDA), মেহেদী আজম, মৎস্য কর্মকর্তা, ( FDA), মো: মনিরুল ইসলাম, কৃষি কর্মকর্তা, ( FDA), ও আরও অনেকে।
উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন কোঁচো সার মাটির পানি ধারন করার ক্ষমতা ও মাটি নরম করার ক্ষমতা আছে। এছাড়াও এই কেঁচো সারে ৩২ ভাগ জৈব পদার্থ, ১.৫৭ ভাগ নাইট্রোজেনও ১.২৬ ভাগ বোরন রয়েছে যা অন্যান্য জৈব সারে এত বেশি পরিমানে নাই। বক্তারা আরও বলেন রাসায়নিক সার মাটির উর্বরতা শক্তি নষ্ট করে। এই রাসায়নিক সার ব্যবহারের ফলে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হয়। তাই এখন কেঁচো সারের ব্যবহার বাড়াতে হবে। তাই এখন কৃষক- কৃষাণী কেঁচো সার তৈরির দিকে বেশি ঝুঁকছেন। কেঁচো সার উৎপাদন করে আর্থিকভাবে কৃষকরা লাভবান হচ্ছে। কেঁচো সার প্রতি কেজি কৃষকরা ৩০ টাকা দরে বিক্রি করে সংসারের অভাব দূর করছেন। আলোচনা শেষে বক্তারা কেঁচো সার উৎপাদন প্রদর্শনী পরিদর্শন করেন।

Share This Article