আজকের দিনে ইন্টারনেট আর কেবল বিলাসিতা নয়— এটি হয়ে উঠেছে দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। অফিসের ভার্চুয়াল মিটিং, স্কুলের অনলাইন ক্লাস কিংবা ঘরে বসে বিনোদন উপভোগ— সব ক্ষেত্রেই প্রয়োজন দ্রুত ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ। এ জন্য অনেকেই বাসায় ওয়াই-ফাই রাউটার স্থাপন করেন। তবে রাউটার থাকলেও কাঙ্ক্ষিত গতি না পাওয়া এক সাধারণ অভিযোগ।বিশেষজ্ঞরা বলছেন, এর প্রধান একটি কারণ হলো রাউটারের ভুল অবস্থান।
রাউটার কোথায় রাখা একেবারেই উচিত নয়?
পুরু দেয়াল বা ধাতব জিনিসপত্রের পাশে
কংক্রিটের দেয়াল কিংবা ধাতব আসবাব ওয়াই-ফাই তরঙ্গ শোষণ করে। ফলে ইন্টারনেটের গতি কমে যায়।
বন্ধ ক্যাবিনেট বা ড্রয়ারের ভিতরে
রাউটারকে দৃষ্টিসীমার বাইরে রাখতে গিয়ে অনেকে সেটি ক্যাবিনেট বা আলমারিতে রাখেন, যা সিগন্যাল ছড়াতে বাধা দেয়।
বাড়ির কেন্দ্রীয় ও খোলা জায়গা
মাটির চেয়ে কিছুটা উঁচু স্থান
এমন জায়গা যেখানে কম বাধা রয়েছে
ইউআরএল কপি করা হয়েছে