
বাংলাদেশের সর্ববৃহৎ রিটেইল চেইনশপ ‘স্বপ্ন’ দেশে প্রথমবারের মতো চালু করল সেলফ-চেকআউট কাউন্টার। এই ব্যতিক্রমী পদক্ষেপ গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও আধুনিক ও সহজ করবে। এখন থেকে ক্রেতারা নিজেদের পণ্য নিজেরাই স্ক্যান করে ভিসা ও মাস্টারকার্ডের মাধ্যমে দ্রুত পেমেন্ট করতে পারবেন, যা ক্যাশ কাউন্টারে লাইনে দাঁড়ানোর ঝামেলা দূর করবে।
প্রাথমিকভাবে ঢাকার গুলশান-১ আউটলেটে এই বিশেষ সেবাটি উদ্বোধন করা হয়েছে। স্বপ্নর তরুণ টেক টিমের তৈরি এই অ্যাপ্লিকেশনে কারিগরি সহায়তা দিয়েছে মাস্টারকার্ড, সানমি এবং ইস্টার্ন ব্যাংক পিএলসি।
স্বপ্নর ম্যানেজিং ডিরেক্টর সাব্বির হাসান নাসির বলেন, “আমাদের এই উদ্যোগ গ্রাহকদের কাছে বিশ্বমানের সুবিধা নিয়ে আসবে।” মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল এই মাইলফলককে ডিজিটাল উদ্ভাবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেন। গুলশানের পর পর্যায়ক্রমে সারা দেশে এই সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে স্বপ্নর।
ইউআরএল কপি করা হয়েছে