সুয়ারেজের থুতু নিক্ষেপ ও হাতাহাতির ঘটনার সমালোচনায় মায়ামি কোচ

বাংলাদেশ চিত্র ডেস্ক

লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ গোলে হেরে ট্রফি হারিয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। তবে মাঠের ফলাফলের চেয়েও বেশি শিরোনাম কাড়ছে ম্যাচশেষের হাতাহাতি যার কেন্দ্রবিন্দু লুইস সুয়ারেজ। নিজ দলের খেলোয়াড়ের এই ঘটনায় কোচ হাভিয়ের মাশ্চেরানোর কড়া সমালোচনার মুখে পড়েছেন উরুগুইয়ান তারকা।

শেষ বাঁশি বাজার পরই শুরু হয় বিশৃঙ্খলা। মায়ামির সুয়ারেজ সাউন্ডার্সের মিডফিল্ডার ওবেড ভারগাসের গলায় হাত জড়িয়ে দেন, যা স্পষ্ট ধরা পড়ে টিভি ক্যামেরায়। এরপর দুই দলের খেলোয়াড়রা ছুটে এসে পরিস্থিতি সামাল দিলেও উত্তেজনা বেড়ে যায় যখন সুয়ারেজ সাউন্ডার্সের নিরাপত্তা কর্মকর্তা জিনে রামিরেজের দিকে থুতু ছোড়েন। সতীর্থ গোলরক্ষক অস্কার উস্তারি তখন দ্রুত তাকে সরিয়ে নেন।

ঘটনাটি নিয়ে ক্ষোভ ঝেড়েছেন মাশ্চেরানোও। তিনি বলেন,‘আমি এ বিষয়ে বেশি কিছু বলার নেই। আমরা কেউই এ ধরনের আচরণ দেখতে চাই না। যখন প্রতিক্রিয়া আসে, সাধারণত সেটা কোনো প্ররোচনার ফল।’

আরও পড়ুন : সিরিজ জয়ের মিশনে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

আরও পড়ুন : মেসির মায়ামিকে হারিয়ে লিগস কাপে চ্যাম্পিয়ন সিয়াটল

মাঠের খেলা নিয়েও সরাসরি কথা বলেছেন মায়ামি কোচ। প্রথমার্ধেই ম্যাচ থেকে ছিটকে যাওয়া, সুযোগ নষ্ট আর ঝুঁকি নেয়ার মূল্য দিতে হয়েছে দলকে। তার মতে, দ্বিতীয় গোলটাই মূলত খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানেই শিরোপা তুলে নেয় সিয়াটল।

আরও পড়ুন : পাখি মাঠে ডিমে পাড়ায় এক মাসের জন্য স্টেডিয়াম বন্ধ হলো অস্ট্রেলিয়ায়

এই জয়ের মধ্য দিয়ে তারা উত্তর আমেরিকার সবচেয়ে বেশি ট্রফি জেতা ক্লাব হয়ে উঠেছে। সিয়াটল কোচ ব্রায়ান শমেটজারও গড়েছেন ইতিহাস—যুক্তরাষ্ট্র ও কনকাকাফ অঞ্চলের সব বড় শিরোপা জেতা প্রথম ম্যানেজার এখন তিনি। সিয়াটলের ঝুলিতে আছে চারটি ইউএস ওপেন কাপ, দুটি এমএলএস কাপ, একটি কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ, একটি লিগস কাপ ও একটি সাপোর্টার্স শিল্ড। বিপরীতে মায়ামির ট্রফি ক্যাবিনেটে এখনো আছে শুধু ২০২৩ সালের লিগস কাপ ও ২০২৪ সালের সাপোর্টার্স শিল্ড।

Share This Article