
রংপুরের পীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র পদবঞ্চিত নেতাকর্মীরা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন। সোমবার বিকেলে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে নেতাকর্মীরা অবিলম্বে উপজেলার ১৫টি ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি জানান।
সাবেক সহ-সভাপতি রমজান আলী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান পল্টন বলেন, ইউনিয়ন কমিটি ছাড়া উপজেলা কমিটি কীভাবে গঠিত হলো, তার বৈধতা নিশ্চিত করতে হবে।
এছাড়াও, বিভিন্ন ইউনিয়নের সাবেক সভাপতি আরিফ হোসেন, জাকির হোসেন এবং মিজানুর রহমানসহ অনেকে বক্তব্য রাখেন। বক্তারা দলের তৃণমূল পর্যায়ে কমিটি গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। আলোচনা সভা শেষে একটি আনন্দ র্যালি বের করা হয়, যা উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
ইউআরএল কপি করা হয়েছে