নোয়াখালীতে বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত

বাংলাদেশ চিত্র ডেস্ক

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:
বিএনপির ভাইস চেয়ারম্যান মো.শাহজাহান বলেছেন,
বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। বিএনপি ভুয়া সার্টিফিকেটধারী মুক্তিদ্ধোদের দল নয়। যার কারণে আমরা মুক্তিযোদ্ধারা বিএনপিকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি।

নোয়াখালীর মাইজদীর চীফ জুডিসিয়াল কোর্টের সামনে আয়োজিত মানববন্ধনে জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারা দেশের ন্যায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, শিক্ষা উপকরণের মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে, বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনুরুদ্ধারে ১০ দফা দাবিতে জেলা বিএনপিও সহযোগী সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী ও নোয়াখালী ৫ আসনের সাবেক সংসদ সদস্য হাসনা জসীম উদদীন মওদুদ, জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট জাকারিয়া, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, বেগমগন্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাস, উপজেলা বিএনপির সহ সভাপতি ওমর শরিফ মোহাম্মদ সানিয়াত, ইউনিয়ন বিএনপির সভাপতি রফিক উল্লাহ পাটোয়ারী সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Share This Article