ওটিটিতে নয়, ১০০ টাকায় ইউটিউবে দেখা যাবে ‘সিতারে জমিন পার’

বাংলাদেশ চিত্র ডেস্ক

সিতারে জমিন পারসিনেমা হলে দারুণ সাফল্যের পর এবার ‘সিতারে জমিন পার’ পৌঁছাবে ঘরে ঘরে। আমির খান তার নতুন সিনেমাটি সরাসরি ইউটিউবে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন, যা ১ আগস্ট থেকে ‘ইউটিউব মুভিজ অন ডিমান্ড’-এ পাওয়া যাবে। একটা বড় বাজির মতোই এই সিদ্ধান্ত—যেখানে থিয়েটার ছাড়াই সিনেমা পৌঁছে যাবে সাধারণ দর্শকের হাতে, মাত্র ১০০ টাকায়। ভারত ছাড়াও যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, ইন্দোনেশিয়া, ফিলিপাইনস, সিঙ্গাপুর, স্পেনসহ ৩৮টি দেশে স্থানীয় মুদ্রায় নির্ধারিত মূল্যে দেখা যাবে এটি।

২০০৭ সালের ‘তারে জমিন পার’-এর ভাবাদর্শ ধরে রাখা ‘সিতারে জমিন পার’ সিনেমায় উঠে এসেছে ভালবাসা, হাসি, এবং অন্তর্ভুক্তির গল্প। সিনেমাটিতে অভিনয় করেছেন আমির খান, জেনেলিয়া দেশমুখ এবং বুদ্ধিবৈকল্যসম্পন্ন ১০ জন অভিনয়শিল্পী। বিশ্বজুড়ে আয় করেছে ২৫০ কোটি রুপিরও বেশি। আমির বলেন, ‘অনেক বছর ধরে ভাবছিলাম কীভাবে এমন দর্শকদের কাছে পৌঁছাবো, যাঁরা থিয়েটারে যেতে পারেন না। এখন ইন্টারনেট, ইউপিআই এবং ইউটিউব মিলিয়ে সে সুযোগ তৈরি হয়েছে। আমি চাই সিনেমা হোক সবার, সবার জন্য।’

এই সিদ্ধান্ত শুধুই একটা সিনেমা মুক্তি নয়—ভারতীয় সিনেমা বিশ্বমঞ্চে পৌঁছাতে ইউটিউব এখন হয়ে উঠছে নতুন রাস্তা। সিনেমাটি ইউটিউবে শুধুমাত্র টাকা দিয়ে দেখা যাবে, অন্য কোনও ওটিটি প্ল্যাটফর্মে এটি মুক্তি পাবে না। এছাড়াও, সিনেমাটি সাবটাইটেল ও ডাবসহ বিভিন্ন ভাষায় পাওয়া যাবে। পরিচালনা করেছেন আর এস প্রসন্ন, চিত্রনাট্য লিখেছেন দিব্য নিধি শর্মা।



ভালো সংবাদের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ ফিডটি অনুসরণ করুন


Google News

Share This Article