দিলরুবা কামালের “পরদেশী মেঘ”

বাংলাদেশ চিত্র ডেস্ক

YouTube link of the album “Porodeshi Meghকণ্ঠশিল্পী দিলরুবা কামালের নতুন নজরুলগীতির অ্যালবাম “পরদেশী মেঘ” মুক্তি পেয়েছে গত ১লা আগস্ট। সাদামাটা এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলসহ সকল আন্তর্জাতিক অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে তিনটি গানের এই বিশেষ অ্যালবামটি। অ্যালবামটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের মাঝে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে।

অ্যালবামে স্থান পাওয়া গানগুলো হলো— “পরদেশী মেঘ”, “কেউ ভোলে না” এবং “রিমিঝিম”। গানগুলোর নতুন সংগীতায়োজন করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক সজীব দাশ। ইউটিউবে অ্যালবামটির পুরো জুকবক্স শুনতে ক্লিক করুন এই লিংকে: Porodeshi Megh (Full Album Jukebox) | Dilruba Kamal | Nazrul Geeti

বিশ্বের শীর্ষ মিউজিক প্ল্যাটফর্ম যেমন Spotify, Amazon Music, YouTube Music, Deezer সহ বিভিন্ন জায়গায় এই গানগুলো শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

এর আগে লেজার ভিশন থেকে প্রকাশিত “বকুলচাঁপা” ও “জিততে চাইনি” অ্যালবামে কণ্ঠ দিয়ে দিলরুবা কামাল শ্রোতাদের কাছে প্রশংসিত হয়েছিলেন। তাঁর প্লেব্যাক ক্যারিয়ার শুরু হয় ওয়ালিদ আহমেদ পরিচালিত “মেঘের কপাট” চলচ্চিত্রে, যেখানে তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী রূপঙ্কর বাগচির সঙ্গে “খোলা ফ্রেমে” শিরোনামের দ্বৈতগানে কণ্ঠ দেন।

এছাড়াও, বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হিসেবে দিলরুবা কামাল নিয়মিত বিভিন্ন টিভি চ্যানেল ও বেতার অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন। ক্ল্যাসিক্যাল মিউজিকে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী ছোটবেলা থেকেই তাঁর বাবা ওস্তাদ মোঃ কামাল উদ্দিন-এর কাছে গান শিখেছেন। ক্ল্যাসিক্যাল, নজরুল গীতি এবং আধুনিক গানে তাঁর দক্ষতার জন্য তিনি সংগীতপ্রেমীদের কাছে বেশ পরিচিত।



Share This Article