ঢাকা-১০ আসনের নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে মহিলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকাল তিনটায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১০ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জসীমউদ্দিন সরকার। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক নূরুন্নবী মানিক। এছাড়াও বক্তব্য রাখেন মহানগরীর মহিলা বিভাগের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন এবং ঢাকা-১০ আসনের মহিলা প্রতিনিধিদের সমন্বয়ক ডা. ফেরদৌস আরা খানম।
বক্তারা আসন্ন উপনির্বাচনে সংগঠনের প্রার্থীকে বিজয়ী করতে মহিলা নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সম্মেলনে বিভিন্ন ওয়ার্ডের মহিলা প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।