স্ত্রীকে হত্যা ও মৃতদেহ গুমের দায়ে শরীয়তপুরে স্বামীর যাবজ্জীবন

বাংলাদেশ চিত্র ডেস্ক

শরীয়তপুরে জাজিরা উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে দীর্ঘ ১৮ বছর পরে স্বামী কে যাবদজ্জিবন দিয়েছে আদালত। রবিবার দুপুর ৩ টায় সিনিয়র জেলা দায়রা জজ, মো: সোলায়মান প্রদান করেন। ২০০৭ সালে উপজেলার সেনেরচর ইউনিয়নের করিম উদ্দিন মাদবরকান্দির, করিম উদ্দিন হাওলাদার ছেলে ইলিয়াস হাওলাদার স্ত্রী আলেয়া বেগম (২৮) কে নিজ বাড়িতে হত্যা করেন। এই ঘটনায় আদালত ইলিয়াসের প্রথম স্ত্রীসহ দুইজনকে খালাস প্রদান করেছে। ঘটনার পর আসামি পলাতক রয়েছে।

শরীয়তপুর জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আ্যড. মনিরুজ্জামান খান দিপু দা ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আলেয়াকে হত্যাকারী স্বামি ইলিয়াস দুটি বিয়ে করেছেন। আলেয়া তার দ্বিতীয় স্ত্রী। তার প্রথম স্ত্রী রত্না আক্তারের ঘরে তার একটি ছেলে এবং পাঁচটি মেয়ে রয়েছে। প্রথম স্ত্রীকে না জানিয়ে ইলিয়াস দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করে নিজ বাড়িতে নিয়ে আসেন। একটি ঘরে প্রথম স্ত্রী রত্না থাকতেন। অন্য ঘরে ইলিয়াস দ্বিতীয় স্ত্রী আলেয়াকে নিয়ে থাকতেন।

তিনি বলেন, এরই মধ্যে ইলিয়াসের সাথে আলেয়ার পারিবারিক কলহর সৃষ্টি হয়। পরে ২০০৭ সালে পহেলা ডিসেম্বর দিবাগত রাত ১টার দিকে ইলিয়াসের সাথে ঝগড়া হয়। এই সময় ইলিয়াস আলেয়া কে হত্যা করেন। হত্যা শেষে ইলিয়াস আলেয়াকে তার ঘরের মেঝের মাটি খুঁড়ে তাকে মাটিতেই পুঁতে ফেলেন। পরে আলেয়ার কোন সারা শব্দ না পেলে স্থানীয়রা ৩ ডিসেম্বর ইলিয়াসের ঘরে ঢুকে ঘরের মেঝে মাটি খোরা অবস্থায় দেখতে পান। পরে মেঝের পুরো মাটি খোড়ার পর স্থানীয়রা আলেয়ার মৃতদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে আলেয়ার মৃতদেহ উদ্ধার করে। পরে জাজিরা থানার এএসআই নিজামুদ্দিন ইলিয়াস সহ তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পিপি বলেন, আমাদের জন্য মামলাটি চ্যালেঞ্জিং ছিল। কারন নিহত আলেয়ার কোন পরিচয় পাওয়া যায়নি। যার জন্য রাষ্ট্রপক্ষ বাদী হয়ে দীর্ঘদিন এই মামলা চালিয়েছে। আদালত ইলিয়াসকে যাবদজীবন কারাদন্ডে দণ্ডিত করেছে। অনাদায়ে আরো ৬ মাস কারাদণ্ড দিয়েছে। পাশাপাশি তাকে আরও ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। আর হত্যার পর মরদেহ গুম করার কারণে আদালত একই মামলায় ইলিয়াস কে আরো ৫ বছর সশ্রম করা দন্ড প্রদান করেন। পাশাপাশি আরো ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। আর নির্দোষ প্রমাণিত হওয়ায় আদালত ইলিয়াসের প্রথম স্ত্রী রত্নাসহ দুইজনকে খালাস প্রদান করেছে।

পিপি আরও বলেন, এই মামলার রায় রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। কিন্তু আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে। তাই আদালতের কাছে অনুরোধ থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে খুব শীঘ্রই যেন হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়।

Share This Article