খাগড়াছড়িতে এক জুম্ম শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, সেনাবাহিনীর ব্রাশফায়ারের প্রতিবাদে রাবির শিক্ষার্থীরা

বাংলাদেশ চিত্র ডেস্ক

খাগড়াছড়িতে এক জুম্ম শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ ও তার প্রতিবাদে শান্তিপূর্ণ অবরোধ চলাকালে সেনা-সেটলার কর্তৃক পাহাড়িদের উপর ব্রাশফায়ার, হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ করেছে রাবির শিক্ষার্থীরা।

রবিবার ৫টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন দিক পদক্ষিণ শেষে প্যারিস রোডে এসে প্রতিবাদ সমাবেশ করে।

সমাবেশে বক্তারা বলেন, আজ যদি দেশে বিচারহীনতার সংস্কৃতি না থাকত, যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার কাজ সুষ্ঠুভাবে পালন করতো, তাহলে আজ আমাদের এখানে ধর্ষকদের বিচারের জন্য দাঁড়াতে হতো না।

রাষ্ট্র প্রশ্রয় দিচ্ছে বলেই এই রাষ্ট্রে নতুন নতুন ধর্ষক জন্ম নিচ্ছে।

পাহাড়ে সেনাবাহিনী দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা বলছেন সেনাবাহিনী এখন ধর্ষকদের সঙ্গী।

এই সংকট শুধু পাহাড়ে নয়, পুরো বাংলাদেশে চলমান। এই সমাজকে বসবাসের জন্য নিরাপদ করে তুলুন। পাহাড়ের চলমান অস্থিরতা বন্ধে অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা।

Share This Article