যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশী শর্টফিল্ম ‘লোক’

বাংলাদেশ চিত্র ডেস্ক

ছবি: নির্মাতার সৌজন্যে
ছবি: নির্মাতার সৌজন্যে

স্বপ্নবাজ তরুণদের গল্পকে এবার আন্তর্জাতিক পরিমণ্ডলে উপস্থাপন করতে যাচ্ছে বাংলাদেশী স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘লোক’। দীর্ঘদিন ৯টা-৫টার চাকরির রুটিনের চাপে চাপা পড়া তরুণরা সাহসিকতার সঙ্গে অফিসের কাজ থেকে একটু বিরতি নিয়ে স্বল্প খরচে ও সীমিত পরিসরে সিনেমা নির্মাণের চ্যালেঞ্জ গ্রহণ করেন। গত বছরের ঠিক এ সময় তারা নির্মাণ করেন ১০টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। এর মধ্যে একটি সিনেমা এবার যুক্তরাষ্ট্রের ফ্যান্টাস্টিক ফিল্ম ফেস্টিভ্যালের ফ্ল্যাগশিপ বিভাগ ‘ফ্যান্টাস্টিক শর্টস’-এ প্রতিযোগিতা করবে। সিনেমাটির পরিচালক মাহমুদা সুলতানা রীমা বিষয়টি নিশ্চিত করেছেন।

রীমা বলেন, ‘ছাত্রজীবনে কিছু শর্টফিল্ম করেছি, তবে এবারই প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় যাচ্ছে আমার নির্মাণ। আমাদের সিনেমা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দ। এ সাফল্যের জন্য আমার টিমের সবার প্রতি আমি কৃতজ্ঞ।’

‘লোক’-এর গল্প সম্পর্কে তিনি বলেন, ‘এটি একটি মেটাফরিক গল্প। হরর ও ফোকলোর জনরার। আমরা চেয়েছি সমাজের কিছু দিক রূপকভাবে তুলে ধরতে। বাস্তবতা এবং কল্পনার মধ্যবর্তী এক পৃথিবী তৈরি করেছি, যেখানে দর্শক নিজেকে প্রশ্ন করবে।’ ফ্যান্টাস্টিক ফিল্ম ফেস্টিভ্যাল যুক্তরাষ্ট্রের অন্যতম বড় ও জনপ্রিয় উৎসব, যা বিশেষ করে হরর, সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি, অ্যাকশন ও কাল্ট সিনেমার জন্য পরিচিত। ২০০৫ সাল থেকে প্রতি বছর অস্টিন, টেক্সাসে অনুষ্ঠিত হয়। চলতি বছরের ২০তম আসর শুরু হবে আগামী ১৮ সেপ্টেম্বর এবং শেষ হবে ২৫ সেপ্টেম্বর।

‘লোক’-এর মূল চরিত্রে অভিনয় করেছেন তানজিনা রহমান তাসনিম। এছাড়া অভিনয় করেছেন জাহিদুল হক অপু, রিজভী রিজু, লিমন, শেহরিন খান, আল-আমিন হাসান নির্ঝর, আদেল ইমাম অনুপ, ইবনে নূর রাকিব, সাইফুর রাতুল, অনিক, সৈকত প্রমুখ। বাংলাদেশী স্বল্পদৈর্ঘ্য সিনেমার জন্য এটি একটি বড় আন্তর্জাতিক স্বীকৃতি, যা তরুণ নির্মাতাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।



ভালো সংবাদের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ ফিডটি অনুসরণ করুন


Google News

Share This Article