তুরস্ক সফরে গেলেন বিমানবাহিনী প্রধান

বাংলাদেশ চিত্র ডেস্ক

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সরকারি সফরে আজ বুধবার (১ অক্টোবর) তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

আইএসপিআর জানায়, বিমানবাহিনী প্রধান এয়ারফোর্স কমান্ডারের আমন্ত্রণে তুরস্ক সফর করেন। সফরকালে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ারফোর্স কমান্ডার, তুরস্ক  প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব এবং শীর্ষ পর্যায়ের অন্যান্য সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও মতবিনিময় করবেন।

এছাড়া বিমানবাহিনী প্রধান তুর্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রিসসহ অন্যান্য সরকারি ও বেসরকারি সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারক প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। বিমানবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে। বিমানবাহিনী প্রধান সরকারি সফর শেষে ৬ অক্টোবর দেশে ফিরবেন।

Share This Article