ফ্লোটিলা আটকের ঘটনায় বাংলাদেশের নিন্দা

বাংলাদেশ চিত্র ডেস্ক

গাজাবাসীর জন্য মানবিক সহায়তা বহনকারী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’কে ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করার ঘটনায় বাংলাদেশ গভীর নিন্দা জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই আটক ও কর্মীদের গ্রেপ্তার আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং মানবতার প্রতি চরম অবমাননার উদাহরণ। বাংলাদেশ অবিলম্বে সকল আটক কর্মীদের নিঃশর্ত মুক্তি ও তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

বিবৃতিতে ইসরায়েলের প্রতি সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে, যার মধ্যে রয়েছে গাজা ও পশ্চিম তীর থেকে বেআইনি দখল প্রত্যাহার, আন্তর্জাতিক মানবাধিকার আইন মানা, এবং গাজায় মানবিক অবরোধ ও সহিংসতা বন্ধ করা।

পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে, মানবিক সহায়তা বহনকারী ফ্লোটিলা ফিলিস্তিনি জনগণের প্রতি বিশ্ববাসীর সংহতির প্রতীক। বাংলাদেশ সরকার ও জনগণ ফিলিস্তিনিদের ভয়াবহ দুর্দশার সময় পাশে দাঁড়াচ্ছে এবং তাদের প্রতি অবিচল সমর্থন প্রকাশ করছে।

Share This Article