মতলর উত্তরে ৩৫ মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে কোরআন তিলোয়াত প্রতিযোগিতায় প্রথম হলেন- জিদান হুসাইন

মতলর উত্তরে ৩৫ মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে কোরআন তিলোয়াত প্রতিযোগিতায় প্রথম হলেন- জিদান হুসাইন

চাঁদপুর জেলা প্রতিনিধি ::

চাঁদপুর জেলার মতলব (উঃ) উপজেলায় কাসেমিয়া ইসলামী ঐক্য পরিষদ- মতলব (উঃ) থানা কওমি সংগঠনের উদ্যোগে ১৪তম আঞ্চলিক পরীক্ষা ২০২৩ ইয়াসী/১৪৪৪ হিজরী/ ১৪২৯ বঙ্গাব্দ অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষায় উপজেলার ৩৫ টি মাদ্রাসার ৯০০+ শিক্ষার্থী পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন তেলওয়াতে অংশগ্রহণ করেন।
এর মাঝে নন্দলালপুর সাতবাড়িয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র মোঃ জিদান হুসাইন, পিতা: মোঃ মোজাম্মেল হোসেন মুন্সী, বাড়ি: নন্দলালপুর আহম্মদ আলী মুন্সী বাড়ি তাহার জন্মস্থান।গত ১৫ মার্চ রোজ বুধবার এই ফলাফল প্রকাশিত হয়েছে।

মোঃ জিদান হুসাইন ১০০ নম্বর পরীক্ষার মধ্যে ৯৫ নম্বর পেয়ে উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেন। এই ফলাফল অর্জনে মাদ্রাসা কতৃপক্ষ ও সাধারণ মানুষের মুখে প্রশংসার উৎসাহিত দোয়া কামনা করেছেন।

শিক্ষক ও প্রতিষ্ঠানটির সকলে এই ফলাফলে তাহার সাফল্যের কারণা ও ভবিষ্যতে আরো ভালো কিছু সমাজ ও দেশ উপহার দিবেন বলে আশা করছেন এই মন্তব্য করেন।

জিদান হুসাইন এর পরিবার ও মাদ্রাসা শিক্ষক তাহার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। ভবিষ্যতে তাহার দ্বারা এই প্রতিষ্ঠানের যেমন সুনাম অক্ষুণ্ণ থাকে বিশ্ব দরবারে।

Share This Article

Share this post

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com