শ্রদ্ধা শেষে আহমদ রফিকের মরদেহ মেডিকেলে হস্তান্তর

বাংলাদেশ চিত্র ডেস্ক

রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর ভাষাসংগ্রামী আহমদ রফিকের মরদেহ ইব্রাহিম কার্ডিয়াক মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) দুপুর একটার দিকে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শোক মিছিল সহকারে মরদেহটি শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃত্যুর আগে তিনি তার দেহ গবেষণার জন্য এই হাসপাতালে দান করে যান।

এর আগে সকাল ১১টায় শহিদ মিনারে আনা হয় আহমদ রফিকের মরদেহ। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার কফিনে শ্রদ্ধা জানান। এছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও তার মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়।

এর আগে, বৃহস্পতিবার রাতে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে ইন্তেকাল করেন আহমদ রফিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

ভাষা আন্দোলনের অন্যতম প্রাবন্ধিক ইতিহাসবিদ এই লেখক শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। পেয়েছেন একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ বহু সম্মাননা।

Share This Article