বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, এজেন্ট, পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের এডহক কমিটি

বাংলাদেশ চিত্র ডেস্ক

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স এজেন্ট পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের এডহক কমিটি ও নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) রাজধানীর সাতমসজিদ রোডে একটি রেস্টুরেন্টে সংগঠনের বিশেষ জরুরি বর্ধিত সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় পুর্বের কমিটির মেয়াদ না থাকায় কমিটি ভেঙে দিয়ে সকল বিভাগ থেকে চার-পাঁচজন প্রতিনিধি নিয়ে ৪১ সদস্য বিশিষ্ট একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। যার মেয়াদ ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত নির্দিষ্ট করা হয়। এ সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন করে নির্বাচিত ব্যক্তিদের হাতে সমিতির দায়িত্ব হস্তান্তর করবে।

সভায় নির্বাচন পরিচালনার জন্য একটি নির্বাচন কমিটি গঠনের সুপারিস করলে সভায় সকলের মতামতের ভিত্তিতে, বাংলাদেশ এলপিজি অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল মওলাকে এদায়িত্ব দেওয়া হয়। তিনি প্রয়োজনীয় সংখ্যক সদস্য নিয়ে নির্বাচন পরিচালনা বোর্ড গঠন করবেন।

সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল, বিভাগীয় বিভাগওয়ারি সকল বিভাগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং বিশিষ্ট মালিক সেক্টরের অংশজনেরা বক্তব্য রাখেন।

Share This Article