তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে হাতীবান্ধায় মহাসমাবেশ

বাংলাদেশ চিত্র ডেস্ক

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে এক মহাসমাবেশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার এস.এস. সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে “তিস্তা আন্দোলন” এর ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে হাতীবান্ধা হেলিপ্যাড মাঠ থেকে একটি বিশাল গণমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে এসে সমাবেশে পরিণত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, “তিস্তা বাঁচানো কোনো রাজনৈতিক বিষয় নয়, এটি আমাদের বেঁচে থাকার সংগ্রাম। সরকার দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না করলে উত্তরাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়বে।”

সমাবেশে সভাপতিত্ব করেন পাটগ্রাম ও হাতীবান্ধার তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমন্বয়ক এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

এসময় আরও বক্তব্য রাখেন—তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমন্বয়ক ও হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম মমিনুল হক, এবিএম ফারুক সিদ্দিকী, আফজাল হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ।

Share This Article