
চট্টগ্রাম নগরীতে ফাঁদ পেতে এক মুরগি ব্যবসায়ীর কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে নারী সদস্যসহ একটি সক্রিয় চাঁদাবাজ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পাঁচলাইশ মডেল থানা পুলিশ। এ সময় ভুক্তভোগীর কাছ থেকে আদায়কৃত নগদ অর্থও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—সুলতানা আক্তার জেসী (২৪) ও হাবিবুর রহমান (২২)।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত পৃথক অভিযানে নগরীর বাকলিয়া থানাধীন ফুলকলি ও মুহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান।
ভুক্তভোগী জিয়াউল হক (৪৬) চকবাজার কাঁচা বাজারের ‘ব্রাদাস ট্রেডিং সেন্টার’-এর মালিক। তিনি মামলার এজাহারে উল্লেখ করেন, অভিযুক্ত সুলতানা আক্তার জেসী তার চাচাতো বোন। গত ৫ অক্টোবর বিকেলে জেসী ফোন করে অসুস্থতার কথা জানিয়ে চিকিৎসার জন্য অর্থ সহায়তা চান। সহানুভূতির বশে জিয়াউল হক তার দোকান বন্ধ করে রাত ৮টার দিকে ১ লাখ ৩০ হাজার টাকা নিয়ে জেসীর বাসায় যান।
বাসায় প্রবেশ করার পরপরই তিনজন অজ্ঞাত ব্যক্তি দরজা বন্ধ করে তাকে মারধর করে এবং সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে তারা আরও দুই লাখ টাকা চাঁদা দাবি করে। বাধ্য হয়ে জিয়াউল হক বিকাশের মাধ্যমে অতিরিক্ত ২০ হাজার টাকা এনে দেয় অভিযুক্তদের।
ঘটনার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত সুলতানা আক্তার জেসীকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বোনের বাসা থেকে আদায়কৃত ১২ হাজার টাকা উদ্ধার করা হয় এবং অপর অভিযুক্ত হাবিবুর রহমানকেও গ্রেফতার করা হয়।
ওসি মোহাম্মদ সোলাইমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।