পূর্বধলায় ওয়ার্ল্ড ভিশন এর আয়োজনে ১০০ হিরো সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন

বাংলাদেশ চিত্র ডেস্ক

উজ্জল মিয়া, পূর্বধলা উপজেলা প্রতিনিধি::

আজ২৩-০৩-২০২৩ রোজ বৃহস্পতিবার নেত্রকোণার পূর্বধলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ,পূর্বধলা এপি এর আয়োজনে উপজেলার মোস্তফা কমিউনিটি সেন্টারে ১০০ হিরোদের সন্মাননা প্রদান অনুষ্ঠান- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মাননা প্রদান অনুষ্ঠানে শিশু কল্যাণে অসামান্য অবদান রাখায় তরুণ স্বপ্নবাজ ১৩ জন শিশু ও যুব ফোরাম লিডারকে ১৩ টি ক্যাটাগরিতে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

১৩ জন শিশু ও যুব ফোরাম লিডার হলো,অপূর্ব সরকার,সৃষ্টি চক্রবর্তী,চিত্রা সরকার,চয়ন দেবনাথ,ফজলে হাসান রাব্বি,আফিয়া আক্তার, মনি রানী সাহা,সুকান্ত সরকার অনিক,হাফসা আক্তার স্বর্না,মারুফ তালুকদার,সাইয়্যাদ রাফি, রাজু মিয়া ও উজ্জল মিয়া।

উক্ত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শেখ জাহিদ হাসান প্রিন্স ।সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার প্রশান্ত নাফাক। তন্ময় সাংমা, তাপসী সাংমা,মো:হাফিজুল হক, বাবলী রংমা, মানষী মদক -প্রোগ্রাম অফিসার বৃন্দ। কফিল মাহমুদ টেকনিক্যাল অফিসার, মার্টিন মানখিন চাইল্ড প্রোটেক্সান অফিসারসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শিশু ও যুব ফোরাম লিডারগণ।

Share This Article