
আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে যারা ভাষার জন্য জীবন দিয়ে গেছেন তাদের
স্মরণে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে গোপালপুর ইউনিয়নের আয়োজনে গোপালপুর বাজারস্থ শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তপক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জহিরুল ইসলামের পরিচালনায় বেগমগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার ইয়াসির আরাফাতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত , বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহিদুল হক রনি, ওসি তদন্ত ফরিদুল আলম ও সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন।
গোপালপুর গণ শহীদ স্মৃতিস্তম্ভ ১৯৭১ সালে ১৯ আগস্ট বর্বর রচিত পাক হানাদার বাহিনী কতৃক গোপালপুর বাজারে জেলা সর্ববৃহৎ হত্যাকান্ডে ৫১ জনকে গুলি করে হত্যা করা হয়। তাই এটিকে ২৫ শে মার্চ গণহত্যা দিবস হিসেবে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়।
এই সময় আরো উপস্থিত ছিলেন, গোপাল পুর ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন মিন্টু, ইউপি সদস্য, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ সহ আরো অনেকে।