
ইসরায়েলের কারাগারে আটক আলোকচিত্রী শহিদুল আলমকে মুক্ত করতে তুরস্কের সহায়তায় কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে। তুর্কি কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, আজ বিশেষ বিমানে তাকে আঙ্কারায় নেওয়া হতে পারে। তবে বিষয়টি নিয়ে তারা পুরো নিশ্চয়তা দিতে পারেনি।
আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক গতরাতে এ তথ্য জানিয়েছেন। শুক্রবার সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টেও এ তথ্য জানানো হয়েছে।
তিনি বলেন, ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে শহিদুল আলমের অবৈধ আটক হওয়ার পর বাংলাদেশ সরকার দ্রুত কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করেছে। জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোকে স্থানীয় পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করে শহিদুল আলমের দ্রুত মুক্তির ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
দূতাবাসগুলো শহিদুল আলমের মুক্তি সংক্রান্ত বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
শহিদুল আলম ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ব্যবস্থাপনা পরিচালক। তিনি গাজায় ইসরায়েলের নৃশংসতা বন্ধ এবং নৌ অবরোধ ভাঙার লক্ষ্য নিয়ে গাজা অভিমুখে নৌযাত্রায় অংশ নিয়েছিলেন। এই উদ্যোগে আরেক নৌবহর, ‘থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা’, আটটি নৌযান পরিচালনা করেছিল। মোট নয়টি নৌযানে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মী অংশ নিয়েছিলেন।
গত বুধবার এই নৌবহরে ইসরায়েলি সেনারা আক্রমণ করে সব অধিকারকর্মী ও নাবিককে আটক করে নিয়ে যায়।