
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মুড়িয়ে রাখা পলিথিনে ভিতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) রাতে দিকে উপজেলার মন্দভাগ রেলওয়ে স্টেশন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের পাশে একটি লাল পলিথিন দেখে কয়েকটি কুকুর চিৎকার করছিল। কুকুরগুলোর চিৎকার শুনে পথচারীদের মাঝে কৌতূহল তৈরি হয়। এগিয়ে গিয়ে ব্যাগটি খুলে দেখেন একটি নবজাতকের মরদেহ পড়ে আছে। পরে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে রেলওয়ে পুলিশকে অবগত করা হয়। পরে পুলিশ এসে নবজাতকের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে নবজাতকের জন্ম আজই হয়েছিল। তবে জন্মগত মৃত নাকি জন্মের পর মারা গেছে তা বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হচ্ছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।