শহিদুল আলমের দেশে পৌঁছানোর সময় জানালো সরকার

বাংলাদেশ চিত্র ডেস্ক

বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম আগামীকাল শনিবার দেশে ফিরছেন। 

শুক্রবার (১০ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানায়।

শহিদুল আলম ফ্রি ফিলিস্তিন প্রচারণায় যুক্ত ছিলেন। আগামীকাল শনিবার ভোর সাড়ে চারটায় তিনি ঢাকায় পৌঁছাবেন।

শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটায় তুর্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি ইস্তাম্বুলে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান।

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুর রহমান জানান, শহিদুল আলমের ঢাকাগামী ফ্লাইট স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ইস্তাম্বুল থেকে ছাড়বে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।

Share This Article