
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে কেমিক্যাল গোডাউনে থেকে গার্মেন্টস কারখানায় ছড়িয়ে পড়া আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাসায়নিকের গোডাউনে ধোঁয়া উঠতে দেখা গেছে। রয়েছে আগুনের শিখা।
এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন বলে দাবি স্বজনদের।
এর আগে সন্ধ্যা ৭টার দিকে সংবাদ সন্মেলন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন এন্ড মেইন্টেইন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট এই কার্যক্রমে যুক্ত হয়েছে এবং এখনও কাজ করছে। গার্মেন্টস অংশের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয়েছে। কিন্তু রাসায়নিকের গুদামের আগুন এখনও নিয়ন্ত্রণ হয়নি। অগ্নিনির্বাপণের কাজ এখনও সম্পন্ন হয়নি। কেমিক্যাল গোডাউনটি এখনও সেফ বা নিরাপদ না। সেখানে এখনও আগুনের শিখা রয়েছে এবং ধোঁয়া উঠছে। এই আগুন নিয়ন্ত্রণ করতে আরও সময় লাগতে পারে।’
তিনি আরও বলেন, ‘যতটুকু জানা গেছে রাসায়নিকের গুদামে ছয়-সাত ধরনের কেমিক্যাল ছিল। ফায়ার প্যাকিংয়ের জন্য মানুষ ছাড়া টেকনোলজিতে যেমন লুপ ৬০ ড্রোন এবং গ্রাউন্ড মনিটর ব্যবহার করা হচ্ছে। আগুন নেভানোর জন্য সাধারণত পাউডার, ওয়াটার, এনজাইম এবং হাইড্রোজেন পারঅক্সাইডও ব্যবহার করা হচ্ছে।’
মরদেহ বের করার জন্য কিছুক্ষণ সার্চিং অপারেশন বন্ধ রাখা হয়েছিল বলেও জানান তাজুল ইসলাম।
তিনি বলেন, ‘এই গার্মেন্টস অথবা কেমিক্যাল গোডাউনের কোনো ধরনের ফায়ার সেফটি প্ল্যান ছিল না এবং কোনও লাইসেন্সও ছিল না।’
উল্লেখ্য, মঙ্গলবার বেলাসাড়ে ১১টার দিকে ভয়াবহ এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌনে ১২টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে ইউনিট বাড়িয়ে ১২টি ঘটনাস্থলে কাজ শুরু করে।