
কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় মিলন আক্তার (৫৪) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নগরীর উত্তর রেসকোর্সের কাঠেরপুল এলাকার মজুমদার ভিলার দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মিলন আক্তারের বাড়ি জেলার বুড়িচং উপজেলার নিমসার (শিকারপুর) গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে রেসকোর্সের ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ, র্যাব ও পিবিআই ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম বলেন, “ধারণা করা হচ্ছে, লাশটি একদিন আগের। গলাকাটা অবস্থায় পাওয়া গেছে মরদেহে পচন ধরেছে। বিস্তারিত তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।”
প্রতিবেশী ও পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে মিলন আক্তারের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর তিনি মায়ের সঙ্গে রেসকোর্সে বসবাস করতেন। কয়েকদিন আগে তার মা চিকিৎসার জন্য নোয়াখালী যান, ফলে তিনি একাই বাসায় ছিলেন।
মৃতার তিন মেয়ের মধ্যে একজন ইউরোপে স্বামীর সঙ্গে থাকেন, আরেকজন নোয়াখালীতে এবং তানজিনা আক্তার নামে আরেক মেয়ে রেসকোর্স এলাকায় ভাড়া বাসায় থাকেন।
মেয়ে তানজিনা আক্তার জানান, শুক্রবার সন্ধ্যায় মায়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে তিনি বাসায় আসেন। দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে খাটের নিচে রক্ত দেখে হতভম্ব হয়ে পড়েন। পরে পুলিশে খবর দেন। পুলিশ এসে খাটের নিচ থেকে বেডসিটে মোড়ানো মরদেহ উদ্ধার করে।
নিহতের ভাতিজা মো. মাসুদ বলেন, গতকাল সকালে ফুফুর সঙ্গে কথা হয়েছিল। আজ শুনছি খাটের নিচে তার মরদেহ পাওয়া গেছে। এটা স্পষ্টতই একটি হত্যাকাণ্ড।
ওসি মাহিনুল ইসলাম বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এটি একটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।