রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক

বাংলাদেশ চিত্র ডেস্ক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে দুর্বৃত্তদের গুলিতে লোকমান হোসেন (৩৮) নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে আহত ব্যবসায়ী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গুলিবিদ্ধ ব্যবসায়ী লোকমান হোসেন জানান, তিনি কর্ণগোপ এলাকায় একটি খাবার হোটেল পরিচালনা করেন। সম্প্রতি স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী সফিকুল ইসলাম ও তার সহযোগীরা তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাপে পড়ে তিনি ১ লাখ টাকা পরিশোধ করলেও, বাকি ৪ লাখ টাকার জন্য বারবার চাপ দিতে থাকে তারা।

শনিবার দুপুরে সফিকুল ইসলাম মোটরসাইকেলযোগে তার লোকজনসহ এসে ফের চাঁদার টাকা দাবি করে। এসময় ব্যবসায়ী টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। গুলি লোকমান হোসেনের ডান পায়ে লাগে। আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।

এ ঘটনায় গুলিবিদ্ধ ব্যবসায়ীকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

অভিযুক্ত সফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি ওই সময় এলাকায় ছিলাম না। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে জড়িয়ে মিথ্যা অপবাদ দিচ্ছে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, গুলিবিদ্ধের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share This Article