যে সকল শিক্ষকরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে অক্ষম, তারা স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহবান জানান, আউলিয়ানগর মোহাম্মদীয়া আলিম মাদ্রাসার নবনির্বাচিত পরিচালনা কমিটির সভাপতি ও ঢাকা মহানগর জজ কোর্টের অতিরিক্ত পিপি এডভোকেট শরীফুল ইসলাম লিটন।
শনিবার (১৮ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আউলিয়ানগর মোহাম্মদীয়া আলিম মাদ্রাসায় নবনির্বাচিত পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যবৃন্দের পরিচিতি এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা চাই প্রতিষ্ঠানটিকে নতুনভাবে গুছিয়ে, একটি আদর্শ ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে। তিনি আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এ শিক্ষা প্রতিষ্ঠানটি ধ্বংসের মুখে পড়েছিল। তবে আমরা নবগঠিত কমিটির সদস্যরা এ পরিস্থিতি পরিবর্তনের একটি বড় চ্যালেঞ্জ গ্রহণ করেছি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। এজন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। তারা বলেন, নৈতিকতা, শৃঙ্খলা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ও শিক্ষকদের মানোন্নয়নে পরিচালনা কমিটি সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশ্বাস দেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, পাহাড়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান মিয়া, সিরাজুল ইসলাম শিশু ও মোঃ আব্দুল লতিফ, পরিচালনা কমিটির বিদ্যুৎসাহী সদস্য জামাল উদ্দিন ভুইয়া, ইয়াহিয়া খান, মোজাম্মেল হক দুলাল ও সাইফুল ইসলাম চৌধুরী প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন প্রস্তাব ও পরামর্শ প্রদান করেন।