মহেশখালীতে অস্ত্র-গোলা বারুদসহ জিয়া বাহিনীর ৯ সদস্য গ্রেপ্তার

বাংলাদেশ চিত্র ডেস্ক

কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলা-বারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি সহ কুখ্যাত জিয়া বাহিনীর ৯ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।
শনিবার ১৮ অক্টোবর ২০২৫ দুপুরে কালারমারছড়ার সামিরা ঘোনা, মোহাম্মদ শাহ ঘোনা, নয়া পাড়া ও টেক পাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়, মহেশখালীর কালারমারছড়া এলাকায় জিয়া বাহিনীর সশস্ত্র সদস্যরা অস্ত্রের মুখে স্থানীয় জনগণকে জিম্মি করে লবণের মাঠ ও চিংড়ির ঘোনা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রেখেছিল। স্থানীয়রা প্রতিবাদ করলে তাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হতো এবং এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। এরপর ভুক্তভোগীরা কোস্ট গার্ডের সহায়তা চাইলে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয় এবং পরিকল্পিত অভিযানে নামা হয়।

অভিযানে ১টি বিদেশি পিস্তল, ৮টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড তাজা গোলা, ১৫ রাউন্ড তাজা কার্তুজ, ২টি ম্যাগাজিন, ১৩টি দেশীয় ধারালো অস্ত্র এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন—মোহাম্মদ আলী (৫৪), মানিক (২৭), গিয়াস উদ্দিন (৫৯), সালাউদ্দিন (২৭), শহিদুল্লাহ (৫২), সবুজ (২৬), আতিকুর রহমান (৩২) রিজওয়ান (২৪) ও নাদিম উদ্দিন (৩৫)।

আটক সন্ত্রাসী ও উদ্ধারকৃত আলামত আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

Share This Article