সংসদ এলাকায় আবারও অ্যাকশনে পুলিশ

বাংলাদেশ চিত্র ডেস্ক

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠান স্থলের মঞ্চের সামনে অবস্থান নেওয়া জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ছাড়া সংসদ ভবনের সামনে এমপি হোস্টেলের সামনে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন আন্দোলনকারী।

শুক্রবার (১৭ আক্টোবর) দুপুর ১টা ৪৫ মিনিটের দিলে সড়কে থাকা প্লাস্টিকের জিনিসপত্র, টায়ারে আগুন ধরিয়ে দেন তারা। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে ফের উত্তেজনা শুরু হয়। এতে করে ফের অ্যাকশনে যায় পুলিশ।

বিস্তারিত ভিডিওতে

 

 

Share This Article