চমেকে পুলিশ হেফাজত থেকে পলাতক ছিনতাইকারী গ্রেফতার

বাংলাদেশ চিত্র ডেস্ক

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি পাহাড়া থেকে পালিয়ে যাওয়া ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলা থেকে ইমাম হোসেন আকাশকে গ্রেফতারের কথা জানান পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান।

তিনি বলেন, মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে বন্দর থানার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ওপর এক পুরুষ ও দুই নারী মিলে হামলা চালিয়ে চিকিৎসাধীন অবস্থায় থাকা ছিনতাইকারী ইমাম হোসেন আকাশকে (২৯) ছিনিয়ে নেয়। এ সময় দুই নারীর একজনকে ঘটনাস্থল থেকে আটক করেছিল পুলিশ। তবে ছিনতাইকারী ইমাম হোসেন আকাশ (২৯) ও তার অন্য সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার সকাল ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলা থেকে ইমাম হোসেন আকাশকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইমাম হোসেন আকাশ আনোয়ারার দিঘীরপাড় বরুমছড়া এলাকার মোঃ আনোয়ার হোসেনের ছেলে। বর্তমানে বন্দর এলাকার আজাদ কলোনির শাহজাহানের ভাড়া বাসার বাসিন্দা।

উল্লেখ্য, বন্দর অফিসার্স কলোনি গেট এলাকায় এক চীনা নাগরিককে ছুরিকাঘাত করার সময় আহত হয়েছিল ইমাম হোসেন আকাশ। একই ঘটনায় তার আরেক সহযোগী পিচ্চি আকাশকে নগরীর পতেঙ্গা এলাকা থেকে গ্রেফতার করার কথা জানান ওসি মোহাম্মদ সোলাইমান।

Share This Article