হাঙ্গেরীতে নির্মানাধীন পাকস-২ পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের পঞ্চম ও ষষ্ঠ ইউনিটের নিউক্লিয়ার আইল্যান্ডের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহের অনুমতি পেয়েছে রুশ রাষ্ট্রীয় পরমানু শক্তি সংস্থা রসাটমের যন্ত্রপ্রকৌশল শাখা।
সম্প্রতি বিদ্যুৎ প্রকল্পটির কর্তৃপক্ষ যন্ত্রপ্রকৌশল শাখার অধীনস্থ বিভিন্ন কারখানা পরিদর্শনের পর রসাটমকে এই অনুমোদন প্রদান করে। এর মাধ্যমে নিউক্লিয়ার সরবরাহকারী হিসেবে রসাটমের সক্ষমতা আবারো প্রমানিত হবে। পাকস কর্তৃপক্ষের প্রতিবেদন অনুযায়ী কারখানাগুলো সরবরাহকারী হিসেবে প্রয়োজনীয় সকল চাহিদা পূরণে সক্ষম।
বাংলাদেশের রূপপুরে দুই ইউনিটের ২৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ করছে রসাটম।
প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রসাটম যন্ত্রপ্রকৌশল বিভাগের বিভিন্ন কারখানায় পাকস-২ এনপিপি’র উভয় ইউনিটের নিউক্লিয়ার আইল্যান্ডের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রস্তুত করা হবে এবং পরবর্তীতে হাঙ্গেরীতে পাঠানো হবে।
বর্তমানে রসাটম যন্ত্রপ্রকৌশল বিভাগ উভয় ইউনিটের জন্য ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর প্রস্তুত করছে। এছাড়াও ২০২৪ সাল থেকে পঞ্চম ইউনিটের জন্য এবং ২০২৫ সালে ষষ্ঠ ইউনিটের জন্য মেটালার্জিক্যাল ওয়ার্কপীস তৈরির কাজ চলছে। ২০২৫ সাল থেকে ইউনিট-৫ এর জন্য বিভিন্ন অভ্যন্তরীন অংশ তৈরির প্রক্রিয়াও চলমান।
নিয়ম অনুযায়ী পাকস-২ প্রকল্পে যন্ত্রপাতি সরবরাহের জন্য রসাটমের বিভিন্ন প্রতিষ্ঠান নিউক্লিয়ার যোগ্যতা সনদ এবং লাইসেন্স লাভ করেছে। যার অর্থ হলো রসাটম সকল আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা ও গুনগত মান নিশ্চিত করতে সমর্থ হয়েছে।