হাতে পিস্তল ও সামুরাই নিয়ে হামলা করা সেই সন্ত্রাসী গ্রেপ্তার

বাংলাদেশ চিত্র ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদককারবারিদের দুই গ্রুপের সংঘর্ষে ডান হাতে পিস্তল ও বাম হাতে দেশীয় ধারালো অস্ত্র (সামুরাই) নিয়ে হামলা করা সেই যুবককে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা-পুলিশ।

‎‎শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

‎স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল, চুয়া সেলিম, পিচ্চি রাজা, গালকাটা মনু ও ইমতিয়াজ গ্রুপের সদস্যদের মধ্যে মাদক ব্যবসার স্পট দখল নিয়ে কয়েকদিন যাবৎ সংঘর্ষ চলছে। এতে, বৃহস্পতিবার সকালে ককটেল বিস্ফোরণে শীর্ষ মাদককারবারি ও সন্ত্রাসী বুনিয়া সোহেল গ্রুপের জাহিদ নামে এক যুবক নিহত হয়। সংঘর্ষের সময় জেনেভা ক্যাম্পের চেয়ারম্যান এসকে জিলানী ওরফে কানা জিলানীর ছোট ছেলে এসকে নাসিম পিস্তল ও সামুরাই হাতে হামলা করেছে। তার কাছে থানা থেকে লুট হওয়া আরও বেশ কয়েকটি পিস্তল রয়েছে।

এ ছাড়া, নিহত হওয়া যুবক জাহিদ বুনিয়া সোহেল গ্রুপের সক্রিয় সদস্য। তার পুরো পরিবার বুনিয়া সোহেলের ভাই টুনটুনের মাধ্যমে মাদক নিয়ে বিক্রয় করে। মাদককারবারিদের সংঘর্ষের ঘটনায় বুনিয়া সোহেল হয়ে সে মারামারিতে সামনের কাতারে থাকতো।

স্থানীয় বাসিন্দাদের দাবি, জাহিদকে বুনিয়া সোহেল ও টুনটুন কৌশলে হত্যা করে অন্যান্য মাদককারবারিদের নামে মামলা দিয়ে স্পট দখল করার কৌশল অবলম্বন করেছে।

‎এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, আজকে আমরা অভিযান চালিয়ে এসকে নাসিমকে গ্রেপ্তার করেছি। সে জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ীদের সংঘর্ষে অস্ত্র ও সামুরাই হাতে হামলা করেছিল। এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আমরা এখনো তার হাতে থাকা অস্ত্র উদ্ধারে কাজ করছি। আশা করছি, অস্ত্র উদ্ধার করতে পারবো।

‎জেনেভা ক্যাম্পের একাধিক বাসিন্দা ভয় ও আতঙ্ক নিয়ে নাম প্রকাশ না করার শর্তে বলেন, জেনেভা ক্যাম্পের ৭ নম্বর সেক্টরে আল ফালাহ গলিতে মাদক স্পট নিয়ন্ত্রণ নিয়ে মূলত বুনিয়া সোহেল ও পিচ্ছি রাজার মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষে বুনিয়া সোহেলের সঙ্গে চুয়া সেলিম ও গালকাটা মনু যোগ দিয়ে সংঘর্ষে জড়ায়। এতে বুনিয়া সোহেলের আশির্বাদে জেনেভা ক্যাম্পের ৪ নম্বর সেক্টরে মাদকের নতুন স্পট খুলে গালকাটা মনু ব্যবসা করছে। যা নিয়ে অন্যান্য মাদক ব্যবসায়ীদের সঙ্গে বুনিয়া সোহেলের সংঘর্ষ হয়। এ সংঘর্ষে বুনিয়া সোহেল মিরপুরের পল্লবী ক্যাম্প থেকে ককটেল বোম বানাতে ‘বোম কাল্লু’ নামে এক সন্ত্রাসীকে ভাড়া করে নিয়ে আসে। সে গত বুধবার (২২ অক্টোবর) জেনেভা ক্যাম্পে ককটেল বানাতে গিয়ে আহত হয়ে একটি বেসরকারি হাসপতালে চিকিৎসা নিচ্ছে বলে জানা যায়।

আরও জানা যায়, জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেলকে আরেক শীর্ষ মাদক কারবারি চাপা আরিফ হেরোইন সাপ্লাই দেয়। তবে সেই চাপা আরিফের সন্ধান এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী পায়নি। চাপা আরিফের স্ত্রী ও নিজেই প্যারাডো গাড়ি দিয়ে জেনেভা ক্যাম্পে হেরোইন সাপ্লাই দেয়। এভাবে প্রতিদিন কোটি কোটি টাকার হেরোইন বিক্রি করে বুনিয়া সোহেল।

Share This Article