রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ওপর মেধাবৃত্তির ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বাংলাদেশ চিত্র ডেস্ক

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার (৩১ দফা) ওপর মেধাবৃত্তির ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ২৫ অক্টোবর) বিকেলে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন’ উদ্যোগে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় যুবদলের সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও ফাউন্ডেশন এ-র চেয়ারম্যান খন্দকার আল আশরাফ মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ভার্চুয়ালি যুক্ত) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘রাষ্ট্রের সুরক্ষায় উপযুক্ত শিক্ষাব্যবস্থা প্রয়োজন। প্রতিটি মানুষের মধ্যে সুপ্ত প্রতিভা আছে। সেই প্রতিভা বের করে আনতে হবে। ‘রাষ্ট্রের সুরক্ষায় প্রয়োজন উপযুক্ত শিক্ষাব্যবস্থা। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে শিক্ষাক্ষেত্রকে সর্বোচ্চ বরাদ্দ দেবে। পুরো শিক্ষাব্যবস্থাকে সাজিয়ে তুলতে আধুনিক জ্ঞান-বিজ্ঞান, উদ্ভাবনী প্রযুক্তির সময়ে নিজেকে দক্ষ করে গোড়ে তোলার বিকল্প নেই।

তিনি আরো বলেন, ‘ঘোষিত ৩১ দফায় অংশ হিসেবে দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বিএনপি বিশেষজ্ঞ টিম তৈরি করেছে, যারা এরই মধ্যে অনেক দূর এগিয়েছে।’
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট জালাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন প্রমুখ। পরে প্রায় ১১ হাজার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
হুমায়ুন কবির,
পাকুন্দিয়া ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
মোবাইল ০১৭১৯৮৭০৯৯২

Share This Article