প্রেমিকার বাসার সিঁড়ি থেকে প্রেমিকের মরদেহ উদ্ধার

বাংলাদেশ চিত্র ডেস্ক

রাজধানীর বংশালে প্রেমিকার বাসার সিঁড়ি থেকে সজিব (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, প্রেমিকার পরিবারের সদস্যরা তাকে ডেকে নিয়ে হত্যা করেছেন।

শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় আগামাছি লেনের ৯৩/১ নম্বর ভবনের চতুর্থ তলার সিঁড়ি থেকে সজিবের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দুলাল হক। তিনি বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে যাই। ওই বাসার চতুর্থ তলার সিঁড়ি থেকে গলায় জিআই তার প্যাঁচানো অবস্থায় উপুড় হয়ে থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে রাত সাড়ে ১০টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।’

স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনের চতুর্থ তলায় একটি পরিবার বসবাস করতো, বাকিটা গোডাউন হিসেবে ব্যবহৃত হতো। ঘটনাস্থলটি বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়।

নিহতের স্বজনদের অভিযোগ, শনিবার বিকালে একই এলাকার এক তরুণী (খাদিজা) ফোন করে সজিবকে তাদের বাসায় ডেকে নেয়। পরে মেয়েটির পরিবারের সদস্যরা তাকে আটকে রেখে নির্যাতন করে হত্যা করেন।

পুলিশ বলছে, নিহত সজিব ও ওই তরুণীর মধ্যে কয়েক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। তবে তাদের পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। তরুণীর বাবা কয়েক বছর আগে মারা গেছেন বলে জানা গেছে।

নিহত সজিব পুরান ঢাকার বংশাল এলাকার আগামাছি লেনের ১৭ নম্বর বাড়িতে পরিবারের সঙ্গে থাকতো। বাবা তাজউদ্দিন, দুই ভাই ও তিন বোনের মধ্যে সে ছিল চতুর্থ। এসএসসি পাস করার পর বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।

বংশাল থানার এসআই দুলাল হক বলেন, ‘মৃত্যুর কারণ নির্ধারণে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করছি। ঘটনাটি হত্যা না আত্মহত্যা—তা তদন্ত করে দেখা হচ্ছে।’

Share This Article