তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ চিত্র ডেস্ক

তিস্তা প্রকল্প বাস্তবায়ন এবং পানির ন্যায্য হিস্যার দাবিতে নর্দান বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করেছেন রংপুর ডিভিশন স্টুডেন্ট অ্যাসোসিয়েশন শিক্ষার্থীরা।

রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২ টার দিকে নর্দান বিশ্ববিদ্যালয়ের সামনে ‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন’-এর অংশ হিসেবে এই কর্মসূচি পালন করেন তাঁরা।

শিক্ষার্থীরা বলেন, শুষ্ক মৌসুমে পানি না দেওয়া, বর্ষা মৌসুমে বাঁধ খুলে দিয়ে বন্যা সৃষ্টি এবং পানির ন্যায্য হিস্যা বুঝিয়ে না দেওয়ার জন্য ভারতের সমালোচনা করেন। এ অবস্থা থেকে মুক্তি পেতে বাঁধ নির্মাণ ও ভারতের সঙ্গে সব চুক্তি বাতিলের দাবি জানান তাঁরা। উত্তরের দুই কোটি মানুষের দুঃখ তিস্তা। বন্যার আর খরায় তিস্তাপাড়ের মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। আর তাই তিস্তা বাঁচাতে ফুসে উঠেছে তিস্তাপাড়ের লাখো মানুষ।

তারা আরও বলেন, বাংলাদেশ সরকার তিস্তা ব্যারাজ প্রকল্প স্থাপন করেছে লালমনিরহাটের দোয়ানীতে, যার মাধ্যমে প্রায় ৭ লাখ হেক্টর জমিতে সেচ দেওয়া হয়। এই নদীর পানি দিয়ে ধান, গম, ভুট্টা, পাট ও নানা সবজি চাষ করা হয়। যার ফলে কৃষিতে বিপ্লব ঘটেছে এবং বহু মানুষ কর্মসংস্থানের সুযোগ পেয়েছে।

এক শিক্ষার্থী বলেন, সরকার আমাদের প্রতিশ্রুতি দিলেও কিন্তু তা বাস্তবায়ন করেনি । বিভিন্ন সময়ে তালবাহানা চলতেছে। উত্তরবঙ্গের কৃষকেরা সুখে নেই কারণ তাদের কাঙ্ক্ষিত ফসল ফলানো সম্ভব হচ্ছে না। আমরা আমাদের পানির যোগ্য হিসাব চাই। দাবি মোদের একটাই, তিস্তা নদীর ন্যায্য হিসাব চাই।

Share This Article