ভালুকায় মনিকা ফ্যাশনসহ ৪ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে ২৫ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ চিত্র ডেস্ক

ময়মনসিংহের ভালুকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মনিকা ফ্যাশনসহ চারটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের অভিযোগে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের উদ্যোগে উপজেলার সিডস্টোর বাজার ও মাষ্টারবাড়ী বাজারে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে সিডস্টোর বাজারের মনিকা ফ্যাশন মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও ক্যান্সারের অন্যতম কারণ হিসেবে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত প্রসাধনী সামগ্রী অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রির অপরাধে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মাষ্টারবাড়ী বাজারের সাভার সুইটমিট অতিরিক্ত ওজনের মিষ্টির কার্টন ব্যবহার ও মূল্য তালিকা না থাকার দায়ে ৫ হাজার টাকা, মেসার্স আমিন ড্রাগ হাউজ মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং ফিজিশিয়ান স্যাম্পল রাখার অপরাধে ৫ হাজার টাকা, এবং মাস্টার ডেইলি শপ প্যাকেটজাত পণ্যের গায়ে আমদানিকারকের লেবেল না থাকার কারণে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ২৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস ছালাম। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সামছুল ইসলাম রমিজ এবং ভালুকা মডেল থানা পুলিশের একটি টিম অভিযানে সার্বিক সহযোগিতা করে।

অভিযান চলাকালে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের মান, পরিবেশ, ওজন ও লেবেল সংক্রান্ত বিষয় যাচাই করা হয়। এ সময় নোংরা পরিবেশ, অতিরিক্ত ওজনের কার্টন, মূল্য তালিকার অনুপস্থিতি, মেয়াদোত্তীর্ণ পণ্য, এবং অবৈধ প্রসাধনী সংরক্ষণের মতো একাধিক অনিয়ম ধরা পড়ে।

অভিযানে উপস্থিত স্থানীয় গণমাধ্যম কর্মীদের উদ্দেশে সহকারী পরিচালক আব্দুস ছালাম বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিতভাবে বাজার তদারকি করা হচ্ছে। আইন অমান্য করলে ভবিষ্যতেও এ ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

Share This Article