নিখোঁজের ৩ দিন পর মাদ্রাসার ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার

বাংলাদেশ চিত্র ডেস্ক

কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুতিয়া দীঘিরপাড় এলাকার গাউসিয়া সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসার পেছনের পুকুর থেকে এক আবাসিক ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে মরদেহ উদ্ধারের পর এলাকাজুড়ে শোক ও বেদনার ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে সৃষ্টি হয় হৃদয়বিদারক পরিবেশ।

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনার রহস্য উদঘাটনে মাদ্রাসার সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। পাশাপাশি, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্বজনদের অভিযোগ, শিশুর মৃত্যুর পেছনে মাদ্রাসা কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে। নিহত ছাত্রের বাবা জানান, আমার সন্তান তিন দিন ধরে নিখোঁজ ছিল। অথচ মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি আমাদের জানায়নি। আজ আমরা যখন ছেলেকে বাড়ি নিতে যাই, তখন তারা ২৭ অক্টোবরের সিসিটিভি দেখিয়ে বলে, ছেলেটি বাড়ি চলে গেছে। পরে আশপাশে খুঁজতে গিয়ে মাদ্রাসার পেছনে দুর্গন্ধ পেয়ে নালার পাশে ছেলের অর্ধগলিত দেহ দেখতে পাই।

তিনি আরও বলেন, আমি প্রবাসে থাকি, ছেলেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে মাদ্রাসায় দিয়েছিলাম। অথচ এখন সন্তানের লাশ পেলাম। আমি প্রশাসনের কাছে সঠিক তদন্তের মাধ্যমে দায়ীদের কঠোর শাস্তি দাবি করছি।

নিহতের মা সুমি বেগম বলেন, শনিবার আমি আমার বাচ্চাকে দেখে গিয়েছিলাম। আজ তার পচাগলা দেহ পেলাম। এজন্যই কি আবাসিকে দিয়েছিলাম?

পুলিশ জানায়, ঘটনার রহস্য উদঘাটনে ইতোমধ্যে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Share This Article