![](https://bdchitro.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
জামাল কাড়াল বরিশাল ব্যুরো প্রধান ::
বরিশালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সময় নৌ পুলিশের অভিযানে চার জেলেকে আটক করে ৩ এপ্রিল রাত পৌনে ১২টায় হিজলায় মেঘনা নদী থেকে । আটকের পর তাদের কাজ থেকে সোয়া ২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে নৌ-পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা নৌ-পুলিশের ইনচার্জ পরিদর্শক বিকাশ চন্দ্র দে। তিনি জানান, মেঘনা ও মেঘনার শাখা নদীতে জাটকা সংরক্ষণ ও অভয়াশ্রম নিরাপদ রাখার লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২ লাখ ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।
পাশাপাশি সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সময় মেহেন্দিগঞ্জের চর ইলিশা এলাকার দেলোয়ার হোসেন বেপারী (৪৫), লস্করপুরের শহীদ বেপারী (৪৫), জয়নগরের আল আমিন হাওলাদার (২২) ও হান্নান হাওলাদার (২০) নামে ৪ জেলেকে আটক করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ৪ জনের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং জাটকা ইলিশগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।