বিএনপির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: আইয়ুব খান

বাংলাদেশ চিত্র ডেস্ক

ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বলেছেন, বিএনপি’র বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি ঘোষণা দেন, দলের লাখো নেতা–কর্মী ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবেলা করবে।

রবিবার বিকেলে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসংযোগ ও ধানের শীষের ভোট প্রচারণা কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

আইয়ুব খান অভিযোগ করেন, “আগামী জাতীয় নির্বাচন ও বিএনপিকে ঘিরে একটি কুচক্রী মহল নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা সেই ষড়যন্ত্র সফল হতে দেব না।”

উক্ত কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কর্মসূচি এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Share This Article