নিজ জেলা-শ্বশুরবাড়ি এলাকায় ডিসি-এসপি-ইউএনওদের পোস্টিং নয়

বাংলাদেশ চিত্র ডেস্ক

নিজ জেলা-শ্বশুরবাড়ি এলাকায় ডিসি-এসপি-ইউএনওদের পোস্টিং হবে না উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পদায়নের ক্ষেত্রে নিজ জেলায় কেউ যাবেন না। বিশেষ করে, আত্মীয় কিংবা শ্বশুরবাড়ি যদি থাকে, সেখানে পোস্টিং হবে না। আরেকটি বিষয় দেখা হবে, পদায়নের ক্ষেত্রে নিকট আত্মীয় কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে কি না। এ বিষয়ে যে কাজ সেটি ১ নভেম্বর থেকে শুরু হবে।

বুধবার (২৯ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসে সভাপতিত্বে নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত উচ্চপর্যায়ের প্রথম বৈঠকে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে প্রেস সচিব এসব তথ্য জানান।

প্রেস সচিব বলেন, মাঠ প্রশাসনে, বিশেষ করে ডিসি, এডিসি, ইউএনওসহ বিচারিক দায়িত্বে এমন কাউকে পদায়ন করা হবে না; যিনি গত তিনটি নির্বাচনি কাজে যুক্ত ছিলেন। ন্যূনতম ভূমিকা থাকলেও তাকে এই নির্বাচনে দায়িত্বে রাখা হবে না।

নির্বাচনকে সামনে রেখে আগামী ১ নভেম্বর থেকে মাঠ প্রশাসন গোছানোর কাজ শুরু হবে জানিয়ে তিনি বলেন, মাঠ প্রশাসনে যেন এমন পদায়ন না হয়, যারা গত তিনটি নির্বাচনে সম্পৃক্ত ছিলেন।

তিনি আরও বলেন, সেখানে (মাঠ প্রশাসনে) তারা রিটার্নিং অফিসার, পোলিং অফিসার বা অ্যাসিস্টেন্ট রিটার্নিং অফিসার হিসেবে থাকুন না কেন, গত তিন নির্বাচনে তাদের যদি ন্যূনতম ভূমিকা থাকে, তাহলে যেন পদায়ন না হয়, এ বিষয়ে বলা হয়েছে।

Share This Article