মিয়ানমারের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে ঢাকাকে জান্তা সরকারের অনুরোধ

বাংলাদেশ চিত্র ডেস্ক

মিয়ানমারের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে জান্তা সরকার। আগামী ২৮ ডিসেম্বর মিয়ানমারে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম ধাপের নির্বাচন। আর দ্বিতীয় দফার নির্বাচন হবে ২০২৬ সালের ১১ জানুয়ারি।

বৃহস্পতিবার (৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, সম্প্রতি বাংলাদেশের কাছে চিঠি দিয়ে নির্বাচনী পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ জানিয়েছে মিয়ানমার। তবে জান্তা সরকারের অনুরোধে সাড়া দিচ্ছে না ঢাকা। কেননা, জান্তা সরকারের নিয়ন্ত্রিত নির্বাচনকে বৈধতা দেওয়ার পরিকল্পনার হি‌সে‌বে বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণ নিশ্চিত কর‌তে চায় বলে মনে করে কূটনীতিক সূত্র।

প্রসঙ্গত, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের জান্তা সরকার এই প্রথম জাতীয় নির্বাচনের আয়োজন কর‌তে যাচ্ছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রায় ৫৫টি দল নির্বাচনে নিবন্ধন করেছে। তাদের মধ্যে ৯টি দল দেশব্যাপী আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিসহ বিরোধী দলগুলো নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে। বিরোধী দলগুলো আসন্ন নির্বাচনকে ক্ষমতা ধরে রাখতে মিন অং হ্লাইংয়ের একটি প্রতারণা হিসেবে দেখছে।

Share This Article