রাজধানী ঢাকাসহ আশেপাশের এলাকায় আজ আংশিক মেঘলা আকাশের পাশাপাশি কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে তাপমাত্রা অপরিবর্তিত থাকার কারণে গরমের অনুভূতি আগের মতোই থাকবে, জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
শুক্রবার (৩১ অক্টোবর) আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
সংস্থাটি জানিয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ৯১ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৩.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস।
দেশজুড়ে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ স্থানে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেটের কিছু কিছু এলাকায় এবং চট্টগ্রাম ও বরিশালের দু-একটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।